আপিল বিভাগে লড়তে তাবিথ আউয়ালের আবেদন 

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৪৮ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লড়তে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষভুক্তির আবেদন গ্রহন করা হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে এক আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে আজ তাবিথের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

পরে আদালত থেকে বেরিয়ে এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, ডিএনসিসিতে মেয়রপদে উপ-নির্বাচন হোক এটা তাবিথ আউয়াল চান। তাই তিনি (তাবিথ)হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিলের সঙ্গে পক্ষভুক্ত হতে তিনি আবেদন করেছিলেন। শুনানি শেষে চেম্বার আদালত এ আদেশ দিলো।


বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: