লেবুর মুল্য ৯৮০০ টাকা! 

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০৮ পিএম

লেবু অনেক স্বাস্থকর একটা ফল। লেবু পছন্দ করেননা অথবা লেবু খাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে একটি লেবুর মূল্য কত হতে পারে? পাঁচ থেক দশ টাকার বেশি হয়তো হবে না। তবে কখনও কি শুনেছেন একটি লেবুর দাম ৯৮০০ (৭৬০০ রুপি) টাকা হয়! হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও একটা লেবু ঠিকই এই দামে বিক্রি হয়েছে।

না এই লেবুতে কোনো হিরা-জহরত বসানো নেই? বা সোনায় মোড়ানোও না এই লেবু। আসলে দিন কয়েক আগে এই লেবুটি শিবরাত্রিতে শিবের পুজোয় ব্যবহার করা হয়েছিল। ভারতের তামিলনাড়ুর ইরোড় জেলার পাঝাথিন্নি করুপান্নান মন্দিরে পুজোর পর শুক্রবার লেবুটিকে নিলামে তোলা হয়। সেখানেই এক ভক্ত লেবুটি কিনে নেন ৭৬০০ টাকার বিনিময়ে। শিবগিরির কাছে ওলাপালায়ম গ্রামের এক ব্যক্তি লেবুটি কেনেন।

শুধু লেবুই নয়, পুজোয় ব্যবহৃত অন্যান্য বেশ কিছু সামগ্রী নিলামে তুলেছিল মন্দির কর্তৃপক্ষ।  নারকেলসহ নানা ধরনের ফলমূল, রুপোর পাত্রের মতো জিনিসও চড়া মূল্যে বিক্রি হয় নিলামে।

 

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: