তিন ডাকাতের রোমহর্ষক জবানবন্দি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:২০ পিএম

ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে ডাকাতির ঘটনায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার বিচারিক হাকিম শাহজাদী বেগম গতকাল জবানবন্দি রেকর্ড করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই তানভীর তিন আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আসামিরা হলেন আরিফুল, লিটন মিয়া ও সজীব হোসেন।

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে আসামিরা বলেছেন, ১২ ফেব্রুয়ারি ডাকাতির উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে যাত্রীবেশে ১৩ জনের ডাকাত দল ধলেশ্বরী সিটিং সার্ভিসের একটি বাসে ওঠে। পরে আশুলিয়ার কাছাকাছি বাসটি এলে সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়ে নিজেদের ডাকাত হিসেবে পরিচয় দেন তারা। এ সময় ডাকাতিতে অসহযোগিতার উদ্দেশ্যে চালক শাহজাহান দ্রুত বাস চালাতে শুরু করলে রুবেল নামে এক ডাকাত তাকে ছুরিকাহত করে।

ডাকাতরা যাত্রীদের টাকা, গয়না ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে লুট করা মালামাল আসামিরা ভাগাভাগি করে নেয়। এর মধ্যে আসামি আরিফুল ৩০০, লিটন ২০০ এবং সজীব ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন সেট পায়। এ ছাড়া লুট করা মালের বড় ভাগ ডাকাত রুবেল নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চালক শাহজাহানের মৃত্যু হয়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: