শরীরের লোম দাঁড়িয়ে যায়?

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৬ পিএম

কখনও কোনও গল্প শুনতে শুনতে বা কোনও গানের সুরে অথবা অন্য কোনও কারণে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। যদি মাঝে মাঝেই কোনো কারণে আপনার শরীরের লোম দাড়িঁয়ে যায় তবে আমাদের এই পোষ্টটি আপনার জন্য। ইংরেজিতে এটি ‘গুসবাম্পস’ নামে পরিচিত৷ 

অনেক বিশেষজ্ঞ মনে করেন, যাদের শরীরের লোম মাঝে মাঝেই দাড়িঁয়ে যায় তারা অন্য ৫জনের চেয়ে আলাদা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথু স্যাচের মতে, এই ধরনের বিশেষ অনুভূতি সম্পন্ন ব্যক্তিদের মস্তিষ্কের সাথে অন্যদের মস্তিষ্কের পার্থক্য অনেক। এদের মস্তিষ্ক আবেগ-অনুভূতিকে বিশেষভাবে গ্রহণ করতে পারে। তাই এই ধরনের মানুষদের একটু ‘বিশেষ’ বলে গণ্য করা হয়ে থাকে।

এই বিষয়ে ম্যাথু ২০ জন পড়ুয়ার ওপর পরীক্ষা করেন, যার মধ্যে ১০ জনের মিউজিক শুনে গায়ে কাঁটা দেয় এবং অন্য ১০ জন তেমন কিছু অনুভব করে না৷ তাই সবার যে এই অনুভূতি রয়েছে তা বোধ হয় বলা যাবে না৷

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: