জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণকালে পুলিশ মোবাইলে ব্যস্ত!

প্রকাশিত: ০৮ মার্চ ২০১৮, ১২:০৯ এএম

ঢাকায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।

বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দীতে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগের জনসভার সামনে এ চিত্র দেখা যায়।

আশিক মাহামুদ নামে এক সংবাদকর্মী তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে লিখেছেন, প্রধানমন্ত্রী যখন জনসভায় ভাষণ দিচ্ছিলেন, ঠিক সেই সময় জনসভার সামনে রাজু ভাস্কর্যের পাশে নিরাপত্তার দায়িত্বে থাকা একদল পুলিশ সদস্য হাসি, ঠাট্টা ও মোবাইলে ফেসবুক নিয়ে মেতে উঠেন।

&dquote;&dquote;

উল্লেখ্য, গত ৩ মার্চ বিকালে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করে এক যুবক। হামলার আগে তোলা এক ছবিতে দেখা যায়, জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যদের মধ্যে দুজনই তাদের মোবাইল নিয়ে ব্যস্ত। এ সময় তাদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই হামলাকারী যুবককে। সূত্র: যুগান্তর

&dquote;&dquote;

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: