মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

প্রকাশিত: ১২ মার্চ ২০১৮, ০৮:২২ এএম

রাজধানী ঢাকার মিরপুর ১২ নম্বরের ইয়াসিন আলী মোল্লা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে।

সোমবার (১২ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। আগুনে পুড়ে গেছে ৮ হাজারেরও বেশি ঘর।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বস্তির সব ঘরই পুড়ে যেতে পারে আগুনে।

জানা গেছে, প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ইলিয়াস আলী মোল্লা বস্তিটি। এখানে কমপক্ষে সাত থেকে আট হাজার ঘর রয়েছে। এতে বাসিন্দার সংখ্যা প্রায় ২৫ হাজার।
&dquote;&dquote;

ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: