মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১২ মার্চ ২০১৮, ০৯:১৯ এএম

রাজধানীর মিরপুর ১২ নম্বরের ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান।

সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বস্তির সব ঘরই পুড়ে যেতে পারে আগুনে।

এর আগে, মিরপুর ইলিয়াছ মোল্লা বস্তিতে রোববার দিবাগত রাতে আগুন লাগে। আগুন লাগার পর তা খুব দ্রুত পুরো বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। এর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে ১৪টি ইউনিট কাজ করলেও পর্যায়ক্রমে আরও ৯টি ইউনিট তাঁদের সঙ্গে যোগ দেয়।

জানা গেছে, প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ইলিয়াস আলী মোল্লা বস্তিটি। এখানে কমপক্ষে সাত থেকে আট হাজার ঘর রয়েছে। এতে বাসিন্দার সংখ্যা প্রায় ২৫ হাজার।

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: