‘বিএনপির সাথে সমঝোতা হয়নি, হবেও না’

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ০২:৫০ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে অনেক কথা বললেও, দলটি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়ার জামিনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এতো হাই-প্রোফাইল মামলা হওয়া সত্ত্বেও আইন, আদালত এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

মঙ্গলবার (১৩ মার্চ) মিরপুর ১২ নম্বরে সাংসদ ইলয়াস মোল্লার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

&dquote;&dquote;এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সাথে কোন সমঝোতা হয়নি, হবেও না। আর খালেদা জিয়া নিজের সুবিধার্থে বিনা দোষে তার সঙ্গে গৃহকর্মী ফাতেমাকে আটকে রেখেছেন।

এছাড়া তিনি বলেন, ইউএস বাংলার প্লেন দুর্ঘটনায় সরকার যে আন্তরিক তার প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্তকরণের মাধ্যমেই হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাংসদ ইলয়াস মোল্লা প্রমুখ।

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: