পদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

প্রকাশিত: ২১ মার্চ ২০১৮, ১১:৪৮ এএম

পদত্যাগ করেছেনমিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ । তার অফিস থেকে আজ বুধবার (২১ মার্চ) এই বার্তা জানানো হয়েছে।

৭১ বছর বয়সী থিন কিউ তার প্রেসিডেন্ট পদ ছাড়ার কোন পেছনে কারণ দেখাননি। তবে বেশ কিছুদিন ধরেই বিশ্বের কাছে তিনি বিতর্কিত অবস্থানে ছিলেন।

৫০ বছরেরও বেশি সময় পর মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হন থিন কিউ। ২০১৫ সালের নভেম্বরের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা হয় মিয়ানমারে।

দীর্ঘ সামরিক শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে।

২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে এনএলডি এই বিজয় পায়। ২০১৬ সালের মার্চ মাসে থিন কিউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার দুই বছরের মাথায় পদত্যাগ করলেন থিন কিউ।

তিনি অং সাং সুচির ছায়াতলেই প্রেসিডেন্ট ছিলেন। সেনাবাহিনীর সংবিধানে নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি প্রেসিডেন্ট হতে পারেননি।

 

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: