যেকোনো দিন ঘোষণা রাজাকার রিয়াজ ফকিরের রায়

প্রকাশিত: ২১ মার্চ ২০১৮, ০৩:১৯ পিএম

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

বুধবার দুপুরের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ঋষিকেষ সাহা। আসামী রিয়াজ উদ্দিন ফকির কারাগারে আছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাইয়ের শফি উদ্দিন মাওলানা, তাজুল ইসলাম ওরফে ফোকন এবং জাহিদ মিয়া নামে ৩জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমণ্ডির কার‌্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এসব আসামীদের বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংগর ঘটনার সাক্ষ্য প্রমান পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জের লাখাইয়ের বিভিন্ন স্থানে আসামীরা এসব অপরাধ সংগঠন করেন বলে উল্লেখ সংবাদ সম্মেলনে বলা হয়।

এসব ঘটনায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ২১জন স্বাক্ষী। আসামীদের মধ্যে শফি উদ্দিন মাওলানা ছাড়া বাকি দুজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শিগগিরিই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে দাখিলের কথা জানিয়েছে তদন্ত সংস্থা।

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে এই কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।

এর আগে, বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করতে বুধবার সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সকাল ১১টার দিকে মঞ্চে আসেন তিনি।


বিডি২৪লাইভ/এসআই/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: