তুমুল আন্দোলনের দিকে হাটছে বিএনপি

প্রকাশিত: ২১ মার্চ ২০১৮, ০৫:২৯ পিএম

কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে শান্তিপূর্ণ কর্মসূচির পর পর্যায়ক্রমে কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি।

দলটির সিনিয়র ও দায়িত্বশীল নেতাকর্মীরা বলছেন, সরকারের কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। যার জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটি। তারপরও পায়ে পা দিয়ে, পুলিশবাহিনী দিয়ে নানা ভাবে উস্কানি দেয়ার চেষ্টা করছে সরকার। একইসাথে ভয়ভীতি দেখিয়ে, জনগণকে দূরে রেখে আবারও ক্ষমতা দখলের পাঁয়তারা করছে আওয়ামী লীগ।

সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, সরকার যদি বিএনপিকে দুর্বলভাবে তাহলে তারা ভুল করবে। কারণ বিএনপি ভয় পাওয়ার দল নয়, আর এই পরিস্থিতি কখনও দীর্ঘস্থায়ী হয় না। অস্ত্রের মুখে আজীবন ক্ষমতায় থাকা যায় না। সময়ের সঙ্গে আন্দোলনের রুপও পরিবর্তীত হবে। দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যা করার তাই করবে।

গত কয়েকদিন আগে ‘খালেদা জিয়াকে ঘিরে সরকার এক ভয়াল চক্রান্তজাল বুনছে’ বলে মন্তব্য করেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে তাকে দীর্ঘদিন বন্দী করে রাখার অশুভ নীলনকশার আলামত দেখা যাচ্ছে সরকারের অভিপ্রায় তার জামিন নিয়ে গড়িমসি করার মাধ্যমে।’

‘সর্বোচ্চ আদালত থেকে খালেদা জিয়ার জামিনের আদেশ দুই মাস স্থগিত করা সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে’ বলেও জানান তিনি। 

‘বহুত্ত্ববাদ দেশ থেকে ঝেঁটিয়ে একক কর্তৃত্বের শাসন প্রলম্বিত করার জন্যই গণতন্ত্রকে চূড়ান্তভাবে সমাহিত করে ফেলতেই চেয়ারপারসনকে বন্দী করে রাখা হয়েছে’ এমন অভিযোগও করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের জামিন দিতে বিচারের ইতিহাসে নজীরবিহীন বিলম্ব ঘটানো হচ্ছে।’

‘ক্ষমতাসীনদের দু:শাসনের শ্বাসরুদ্ধকর এই পরিবেশ থেকে বাঁচতে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে রাজপথে তুমুল আন্দোলনের কোন বিকল্প নেই’ বলেও জানান মির্জা ফখরুল।

এ ব্যাপারে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক বিডি২৪লাইভকে বলেন, ‘বাংলাদেশ ঋতু পরিবর্তনের দেশ। ঠাণ্ডার পরে যেমন গরম আসে তেমনি শান্তিপূর্ণ কর্মসূচির পর আবারও কঠিন কর্মসূচি হতে পারে। শুধু সময়ের উপেক্ষা।’

এসময় বিএনপিকে অলরাউন্ডার খেলোয়াড়দের সঙ্গে তুলনা করেন দলটির এই সিনিয়র নেতা। তিনি বলেন, ‘একজন ভালো খেলোয়াড় যেকোনো সময় খেলার মাঠে চমক দেখাতে পারেন, তেমনি চমক দেখাবে বিএনপিও। আর সেই চমক দেখতে হলে কিছুটা সময় উপেক্ষা করতে হবে।’

 

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: