বৃহস্পতিবার বন্ধ থাকবে যেসব সড়ক

প্রকাশিত: ২১ মার্চ ২০১৮, ০৬:২৯ পিএম

স্বল্পন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বৃহস্পতিবার (২২ মার্চ) জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে রাজধানীবাসীর প্রতি এ অনুরোধ জানানো হয়।

আর এ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর নয়টি স্থান থেকে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা/কর্মচারীসহ সাধারণ জনগণ শোভাযাত্রা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবেন।
যার ফলে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চারপাশের বিভিন্ন সড়ক বন্ধ থাকবে।

&dquote;&dquote;

শোভাযাত্রার সময়- শাহবাগ, কাকরাইল মসজিদ, নাইটিঙ্গেল, ফকিরাপুল, শাপলা চত্বর, গুলিস্তান, ফুলবাড়ীয়া, চানখারপুল, বকশিবাজার, পলাশী, নীলক্ষেত অঞ্চলে ডাইভারশনের প্রয়োজন পড়বে। এ অবস্থায় সর্বসাধারণকে নিতান্ত প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশ নেয়াদেরকে ব্যাক-প্যাক, হ্যান্ড ব্যাগ, ভ্যানিটিব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা আগুন জ্বলাতে পারে এমন বস্তু বহন পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

&dquote;&dquote;

স্টেডিয়ামে ঢোকার রুট আদেশে বলা হয়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাই দুপুর ২টার পর থেকেই সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকার সরকারি অফিস থেকে গাড়ি করে/পায়ে হেঁটে সমবেত স্থলে জমায়েত হবেন। বিকাল ৪টায় বাংলা একাডেমি ও সংলগ্ন এলাকায় সমবেত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেতু বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রুট দিয়ে আনন্দ শোভাযাত্রা স্টেডিয়ামে ঢুকবে।

 

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: