কলেজ ছাত্র খুনের ঘটনায় মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ২১ মার্চ ২০১৮, ১০:১৫ পিএম

সাভারের হেমায়েতপুরে কলেজ ছাত্র ফয়সাল খুনের ঘটনায় জড়িতদের ফাসির দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় সড়কটি দিয়ে প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এসময় মহাড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

বুধবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাড়কের সাভারের হেমায়েতপুরে অবস্থান নিয়ে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স হেমায়েতপুরে পৌছালে বিক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।

পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিলে এলাকাবাসী মহাসড়ক থেকে সড়ে যায়। 

উল্লেখ্য, অপহরনের পরিকল্পনায় রাজি না হওয়ায় গত ৫ মার্চ সাভারের হেমায়েতপুর থেকে কলেজ ছাত্র মাহমুদুর রহমান ফয়সালকে নিজ বাসা থেকে রাজু ও আকাশ নামের দুই যুবক ডেকে নিয়ে হত্যা করে জোড়পুল এলাকায় একটি মাঠে বালুচাপা দিয়ে রাখে। 

পরে পুলিশ আটককৃত রাজু ও আকাশের স্বীকারোক্তিতে মঙ্গলবার রাতে জোরপুল এলাকা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে।


বিডি২৪লাইভ/এমআরএম
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: