জুয়ার আসর থেকে আটক ১১

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৮, ১২:৪২ এএম

সিরাজগঞ্জের বেলকুচিতে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ধুলদিয়ার-শালদাইর এলাকায় অভিযান চালিয়ে ১১ জন জুয়ারুকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যায় বেলকুচি থানা ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার-শালদাইর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত জুয়ারুরা হলেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হায়দার আলী (৫০) ও মৃত হাজী আব্দুল হামিদ প্রামানিকের ছেলে আফসার আলী (৩৬), চর শালদাইর গ্রামের মৃত ফজলুর হক সরকারের ছেলে শহিদুল ইসলাম (৪৬), শালদাইর গ্রামের মৃত মহর চাঁনের ছেলে আব্দুল মান্নান (৪০), সর্বতুলশি গ্রামের হবিবর মোল্লার ছেলে নজরুল ইসলাম (৪০), মবুপুর গ্রামের মৃত আসান প্রামানিকের ছেলে নুরাল (৪৫), কল্যাণপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে রুহুল আমীন (৪৫), দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের মানিক মোল্লার ছেলে আল আমিন (২৮), ভাঙ্গাবাড়ী ইউনিয়নের গাবগাছি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জুলহাস মিয়া (৩৫), বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের মৃত সোনাউল্লার ছেলে আব্দুল লতিফ তিলা (৪৫) ও শেরনগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৭)।

বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ধুলদিয়ার-শালদাইর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে জুয়া খেলার সময় ১১ জুয়ারুকে আটক করা হয়েছে। আটককৃতদেন নামে থানায় মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: