ইতালিকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৮, ০৮:২৬ এএম

রাশিয়ায় আর কিছুদিন পরই ২১ তম ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে। তাই তো শেষ প্রস্তুতি হিসেবে বিশ্ব ফুটবলের বড় দলগুলো বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। সে হিসেবেই আজকের (শুক্রবার দিবাগত রাতে) সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ছিলো ইটালি ও আর্জেন্টিনা।

সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইয়ে জিতলো আর্জেন্টিনাই। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারালো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও পারফরম্যান্সে এতটুকু ঘাটতি আসেনি বুফনের দলের। আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেললেও গোলের দেখা পায়নি দলটি।

অবশ্য ম্যাচ শুরু হওয়ার আগে জানা গেলো মাসেলের ইঞ্জুরিতে লিওনেল মেসি। এমন অবস্থায় কোচ সামপাওলি ম্যানচেস্টার সিটির ভ্যানু ইত্তিহাতে ছোট খাটো একটা স্কোয়াড নামিয়ে দিলেন। নিয়মিত একাদশ বসিয়ে নতুনদের সুযোগ দিলেন।

ম্যাচের শুরুর দিকে দূর থেকে শট নিলেন ডি মারিয়া। গোলকিপার যখন বুফন তখন অন্যকিছুই ভাবতে হবে ফরওয়ার্ডদের। ম্যাচের ৭৫ মিনিটে সেলসো’র সাথে ওয়ান টু ওয়ান খেললেন বানেগা। বানেগার শটে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইলো বুফন। বা পায়ের বুলেট শট তখন গোলের জালে জড়িয়ে পড়েছে।

অন্য গোলটি করেন লানজিনি। ম্যাচের ৮৫ মিনিটে নতুন করে ফেরা গঞ্জালো হিগুয়াইনের বারিয়ে দেয়া বলে অসাধারণ ফিনিশিং করেন লানজিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

মেসি ছাড়াও আর্জেন্টিনা বেশ ভালো করেছে যা দলের জন্যে আশীর্বাদ স্বরূপ। ম্যাচ শেষে লিওনেল মেসি জানালেন, ‘আমি সবসময় খেলতে চাই, তবে বিশ্বকাপের পথ অনেক বাকি। তবে আগামী স্পেন ম্যাচে খেলার জন্যে আমি আশাবাদী।’

দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপে ভালো করার জ্বালানি পেয়ে গেল আর্জেন্টিনা। মেসিকে ছাড়াও আর্জেন্টিনা যে শক্তিশালী সেটি প্রমাণ করলো সাম্পাওলির দল।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: