সৌদিতে ৮ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৮, ০৮:৩৬ পিএম

সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন বাংলাদেশি মারা গেছে এবং পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন।

শুক্রবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদ বিমান বন্দর সংলগ্ন নূরানী ইউসিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিংন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রিয়াদ থেকে প্রত্যক্ষদর্শীরা এ ঘটনা জানান।

নিহতদের মধ্যে নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনে ছেলে রবিন (২২)। এ মর্মান্তিক খবর শুনে তাদের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহত রবিনের চাচা নবী হোসেন ও চাচাতো ভাই রায়হান জানান, গত তিন মাস হয় রবিন প্রবাসে পারি জমায়। এদিকে তার মৃত্যুর খরব পেয়ে রবিনের বাবা আবুল হোসেন বারবার মুর্ছায় যাচ্ছেন।

আহতেদের মাঝে নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝের চরের পাভেল (২২) এবং ঢাকার খোরশেদ (৫০) গুরুতর আহত রয়েছে বলে জানা গেছে।

 

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: