‘চাকরি নয় সুযোগ চাই, ৩৫ ছাড়া গতি নাই’

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ১২:১৬ এএম

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে রাজধানীতে ঠেলাগাড়ি ও রিকশা শোভাযাত্রা বের করে চাকরিপ্রার্থীরা।

সোমবার (১৬ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে প্রেসক্লাব হয়ে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।

এর আগে এই কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক সঞ্জয় দাস বলেন, চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানোর দাবিতে আমরা নানামুখী কর্মসূচি নিয়েছি। এরই অংশ হিসেবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রিকশা র্যারলির আয়োজন করা হয়েছে।

এসময় আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘৩৫ এর আলো ঘরে ঘরে জ্বালো’, ‘৩৫ যখন যুবনীতি, কীসে তবে এত ভীতি’, ‘এক দাবি এক দেশ, ৩৫ চায় সারা বাংলাদেশ’, ‘চাকরি নয় সুযোগ চাই, ৩৫ ছাড়া গতি নাই’, ‘৩০-এ বুড়া, ৩৫-এ যুবক’, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, চাকরি প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ বছর চাই’।

আন্দোলনকারী জাহিদুল ইসলাম সজিব বলেন, বয়স ৩০ হয়ে গেলেই কেউ যদি সরকারি চাকরিতে যোগ দেয়ার অযোগ্য হয়ে যান, তাহলে বয়স ৭০ কিংবা ৭৫ হয়ে গেলে সেও মন্ত্রী কিংবা এমপি হয়ে দেশ পরিচালনার অযোগ্য। ভারতসহ বিশ্বের সব সভ্য রাষ্ট্র যদি চাকরিতে প্রবেশের বয়স ৩৫-এর অধিক রাখতে পারে তাহলে বাংলাদেশকেও রাখতে হবে।

আন্দোলনকারীরা বলেন, উন্নত বিশ্বে তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরের ক্ষেত্রে বয়সের কোনো সীমারেখা নির্দিষ্ট করে দেয়া হয়নি। পার্শ্ববর্তী দেশসহ উন্নত দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা আমাদের দেশের তুলনায় অনেক বেশি। কোনো কোনো দেশে অবসরের আগের দিন পর্যন্ত চাকরিতে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। আমরাও সেই সুযোগটুকো চাই।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: