রাবিতে ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৮, ০৪:৪৯ পিএম

আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন নিয়ে ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট। তাদের দাবি, ছাত্র প্রতিনিধিদের নিয়ে সিনেট নির্বাচন করতে হবে। বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিলের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপাচার্য দপ্তরে এ স্মারকলিপি প্রদান  করে তারা।

স্মারক লিপিতে বলা হয়, ছাত্র প্রতিনিধি বিহীন সিনেট অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ সিনেট কখনো শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করবে না। অবিলম্বে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সিনেট সম্পূর্ণ করার দাবি করেন। একই সাথে আগামী ২৩ শে এপ্রিল অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচন স্থগিত করার দাবি জানান।

দাবিগুলো হলো স্মারকলিপিতে তারা তিনটি দাবি উল্লেখ করেন, ছাত্র প্রতিনিধি নির্বাচনের মাধ্যেমে সিনিট পূর্ণাঙ্গ, সিনেট পূর্ণাঙ্গকরণের পূর্বে নির্বাচন স্থগিত,  ছাত্র প্রতিনিধিসহ সিনেটের মাধ্যেমে উপাচার্য নিয়োগ দিতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালনার ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি থাকার কথা রয়েছে। দীর্ঘদিন যাবৎ সিনেটে ছাত্র প্রতিনিধি না রেখে নির্বাচন সম্পন্ন করা হচ্ছে। 

স্মারকলিপিতে রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রী সভাপতি ফিদেল মনির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস, ছাত্র ফেডারেশন এর সভাপতি তাসবিরুল আলম কিঞ্জল স্বাক্ষর করেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: