ছাত্রীদের বের করার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৮, ০৯:০৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে ছাত্রী বের করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এ প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর।

নুরুল হক বলেন, যদি কেউ অপরাধ করে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের আইনে তাদের বিচার হবে। কিন্তু রাতের অন্ধকারে কেন অভিভাবক ডেকে তাদের হল থেকে বের করা হচ্ছে?


বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: