উন্নয়নের ‘মা’ শেখ হাসিনা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৮, ১০:৫৫ পিএম

রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। আর বিএনপি আসলে দেশ পিছিয়ে যায়।

শনিবার (২১ এপ্রিল) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের ভাটরা কালজয়ী বিদ্যানিকেতন স্কুলের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি অঞ্চলেই উন্নয়নের ছোয়া লেগেছে। প্রত্যন্ত গ্রামের যেসব এলাকায় আগে হেঁটে চলা কষ্টকর ছিলো, এখন সে সব এলাকায় পাকা রাস্তা হয়েছে। মানুষ গাড়ি নিয়ে চলাচল করতে পারছে। দেশের কোথাও এখন আর কাঁচা রাস্তার খোঁজ পাওয়া যাবে না।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকারের এ সকল উন্নয়ন কর্মকাণ্ডের কথা মানুষের কাছে বলতে হবে। তাদেরকে বোঝাতে হবে, আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি-শৃঙ্খলা বিরাজমান থাকে।

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। শেখ হাসিনা সরকার এদেশের উন্নয়নের মা। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে দেশের মানুষ ততদিন সেবা পাবে দেশের উন্নয়ন হবে। দল মত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত নৌকা ভোট দিন। নৌকা হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক। এ চৌদ্দগ্রামে কত জমিদারের ছেলে এমপি, মন্ত্রী হয়েছে তারা চৌদ্দগ্রামবাসীর কোন উন্নয়ন করেনি। আমাকে ঘৃণার চোখে বলতো বসুয়ারা কৃষকের ছেলে কি নির্বাচন করবে কিসের ভোট চাইতে আসছে নির্বাচনের আগেই মাঠে আর দেখা যাবে না। কিন্তু আল্লাহর রহমত আমার প্রাণ প্রিয় চৌদ্দগ্রামবাসীর দোয়ায় আমি তিন তিন বার এমপি, জাতীয় সংসদের হুইপ এবং মন্ত্রী হয়েছি। কৃষকের ছেলে এমপি, মন্ত্রী হলে গরিব দুঃখী মানুষের কষ্ট বুঝবে মানুষের উন্নয়ন করবে। আপনারা তার প্রমাণ দেখিয়েছেন আমাকে তিন তিন বার এমপি নির্বাচিত করে। ‘বাংলাদেশ সরকারে মেয়াদ আছে আর ৬ মাস আমরা আবার বিজয়ী হবো এবং শপথ নিতে হবে শেখ হাসিনা সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য’।

ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনে প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, দায়রা জজ আবুল কাশেম লক্ষীপুর, উপজেলা নির্বাহী অফিসার মাঈন উদ্দিন, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজি, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, আব্দুস সাত্তার এলজিএইডির নির্বাহী প্রকোশলী এলজিএইডির নির্বাহী প্রকোশলী সদর দপ্তর ঢাকা, মোঃ চোহরাব আলী নির্বাহী প্রকোশলী এলজিএইডি কুমিল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার।

উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নুরুল আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, চেয়ারম্যান মোশারেফ হোসেন, চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, চেয়ারম্যান মাহবুব হোসেন, চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, চেয়ারম্যান একরামুল হক একরাম কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহিন মজুমদার, ছাত্রলীগের আহবায়ক, তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ন আহবায়ক কাউছার হামিদ, সোহাগ মাহমুদ, মতিউর রহমান জালাল, মোতালেব হোসেন, কাজী আল রাফি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কামরুল হাসান মুরাদ, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম প্রমুখ।

মন্ত্রী শনিবার বিকাল তিনটায় মিয়া বাজার ডিগ্রী কলেজের শিবের বাজার নতুন ভবনের উদ্বোধন করেন। মিয়া বাজার ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা গোলাম হায়দার কুদ্দুস উক্ত অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিব এমপিকে একটি সম্মাননা স্বারক প্রদান করেন এবং অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: