অবসরের ঘোষণা দিলেন জুলিও সিজার

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৮, ১১:০২ পিএম

২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল স্বাগতিক ব্রাজিল। ঐ ম্যাচেই সেলেকাওদের জালের সামেনে দাঁড়িয়ে ব্যর্থ গোলরক্ষক জুলিও সিজার ঠিক চার বছর পর ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন।

২০০৪ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় সিজারের। খেলেছেন সেই ২০১৪ পর্যন্তই। এ সময় হলুদ জার্সি গায়ে নেমেছেন ৮৭ ম্যাচে। খেলেছেন ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে। ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে সফল সময় কাটিয়েছেন ইতালির ইন্টার মিলানে। খেলেছেন ২২৮টি ম্যাচ। জিতেছেন ২০১০ উয়েফা চ্যাম্পিয়নশিপ।

আজ শনিবারই নিজ দেশের ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ঘোষণা দেন তিনি।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: