আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন

প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৮, ০৭:৪০ পিএম

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

রবিবার (২২ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল ভারত সফরে যাওয়ায় স্বপনকে মৌখিকভাবে এই দায়িত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিনিধি দলকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় কাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে বলেন স্বপনকে।

টানা তৃতীয় বারের মতো আবু সাঈদ আল মাহমুদ স্বপন আওয়ামী লীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ভারতে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী পিযুষ কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাড. মোঃ মিজবাহউদ্দিন সিরাজ, আ. ফ. মবাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী সদস্য মোঃ গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।

রবিবার সকাল ১০ টায় তিনদিনের সফরে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন ১৯ সদস্যের প্রতিনিধি দল। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তারা এ সফরে গেলেন। সফর শেষে ২৪ এপ্রিল ঢাকা ফেরার কথা রয়েছে তাদের।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: