জামাইকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা! 

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৮, ০৯:২৯ পিএম

যশোরে পারিবারিক কলহের জের ধরে মনিরুজ্জামান ওরফে রনি নামের এক যুবককে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির স্বজনদের বিরুদ্ধে। সোমবার (২৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দৌলদিহি গ্রামে ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় রনিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রনি যশোর শহরের পুলিশ লাইন আমবাগান এলাকার শফিউর রহমানের ছেলে।

আহতের পিতা শফিউর রহমান জানিয়েছেন, ৪ বছর আগে দৌলদিহি গ্রামের মন্টু মিয়ার মেয়ে পারভিনের সাথে তার ছেলের বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জের ধরে সম্প্রতি তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।

সোমবার এ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য রনি দৌলদিহি গ্রামে গেলে শ্বশুর মন্টুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত রনিকে বেধড়ক মারপিট করে। পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

যশোর সদর হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক সুব্রত সিংহা জানিয়েছেন, আগুনে রনির শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: