বিয়ের আগেই তরুণীর শাখা-সিঁদুর পরা ছবি ভাইরাল, তারপর...

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৮, ০৮:৪৪ এএম

অপবাদ রটিয়ে সম্বন্ধ ভাঙার উদাহরণ অনেক আছে। বিয়ের আগে সম্বন্ধ ভাঙার ক্ষেত্রে এবার দেখা গেল এরই ডিজিটাল রূপ! ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে এক তরুণীর ছবিতে ফটোশপ ব্যবহার করে শাখা-সিঁদুর পরিয়ে ভাইরাল করা হয়। আর তাতেই ভেঙে যায় ওই তরুণীর বিয়ে!

ঘটনা পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার। ১৭ এপ্রিল ওই তরুণীর মালাবদল হওয়ার কথা ছিলো মথুরাপুরের এক যুবকের সঙ্গে। কিন্তু বিয়ের ঠিক আগ দিয়েই পাত্রপক্ষের কাছে পাঠানো হয় তরুণীর ওই ভুয়া ছবি। 

ছবিতে শাখা-সিঁদুর পরা মেয়েটির পাশে দাঁড় করানো হয় এক অপরিচিত যুবককে। প্রাথমিকভাবে এমন ছবি দেখে পাত্রপক্ষ মনে করেছে মেয়েটি বিবাহিত। তাই বিয়েটি ভেঙে দেয় তারা।

এই ঘটনায় রোববার সন্ধ্যায় সোনারপুর থানায় মামলা করা হয়েছে তরুণীর পরিবারের পক্ষ থেকে।

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: