এমিলিকে ক্রিকেটার বানাতে বাড়ি বিক্রি করছেন বাবা!

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৮, ০৮:৫০ এএম

সাড়ে ছয় বছরের ‘বিস্ময়’ বালকের দেখা মিলেছে পাকিস্তানে। যিনি কিনা এখনি দক্ষ একজন লেগ স্পিন বোলিংয়ে ঝলক দেখাচ্ছেন। যার যার বোলিং অ্যাকশন একবারেই অজি কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের মতো। নাম মিকাল খান এমিলি।

মিকাল খান শুধু শেন ওয়ার্নের মতো বোলিংই করেন না। এরই মধ্যে তিনি তার প্রতিভার জন্য স্বয়ং শেন ওয়ার্নের ভূয়সী প্রশংসাও কুড়িয়েছে। শেন ওয়ার্নের মতো ওয়ার্নের মতোই ফ্লিপার, গুগলি, লেগ ব্রেক করতে পারেন মিকাল।

&dquote;&dquote;তাইতো প্রশংসার পাশাপাশি তাকে পরামর্শও দিয়েছেন কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি মিকাল খানকে বল ডেলিভারির সময়ে বোলিং আর্ম একটু উঁচুতে রাখার পরামর্শ দিয়েছেন। শেন ওয়ার্নের পাশাপাশি মিকালের বিরুদ্ধে ব্যাট করা রামিজ রাজাও উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সাড়ে ছয় বছরের ছেলেকে।

তবে সেই ‘বিস্ময়’ বালক স্পিনারের পড়াশুনো এবং খেলা চালানো অসম্ভব হয়ে উঠছে প্রবল আর্থিক প্রতিকুলতায়! একাধিক বাণিজ্যিক সংস্থার প্রতিশ্রুতি সত্ত্বেও গত তিন মাসে কেউ আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়নি কোয়েটার এই প্রতিভাবান ক্রিকেটারের পাশে। যার কারনে মিকালের বাবা আবদুল্লা খান হতাশ ও ক্ষুব্ধ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোয়েটায় তার বাড়ি বিক্রি করে অন্য দেশে চলে যাবেন!

মিকালের বাবা বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের একাধিকবার অনুরোধ করেও মিকালের জন্য কোনও অনুদানের আশ্বাস পাইনি। মিকালের প্র্যাক্টিস সঙ্গে পুষ্টিকর খাবারের জন্য মাসে প্রায় অতিরিক্ত ২০ হাজার টাকার প্রয়োজন। তাই বাড়ি বিক্রি করে দিচ্ছি। যাতে মিকালের প্র্যাক্টিস বন্ধ না হয়।


বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: