তারেককে ফিরতেই হবে, বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৮, ১২:৪৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরতেই হবে। এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আমার কথা হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) গণভবনে দলের নেতারা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সূত্রে এ তথ্য জানা যায়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় সাবেক ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন ফরাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘বিএনপির এক আইনজীবী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পাল্টে ফেলবে।’

এর জবাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘২১ বছর বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাতে দেয়নি। আজকে এই ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।’

এ সময় দলের নেতাদের লেখালেখির মাধ্যমে এই সমস্ত অপপ্রচারের জবাব দিতে নির্দেশ দিয়ে দলটির সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে এখন সবাই এক ধরনের সাংবাদিক।’

২৩ এপ্রিল গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. আবদুর রাজ্জাক, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, শামসুন্নাহার চাঁপা, দেলোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, ইকবাল হোসেন অপু প্রমুখ।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: