ছাত্রলীগের নেতৃত্বে অাদি ঢাকাইয়া চায় স্থানীয়রা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৮, ১২:৪৭ পিএম

রাত পোহালেই ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সম্মেলন। সেই সম্মেলনকে সামনে রেখে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। শীর্ষ পদ পেতে শুরু করে দিয়েছেন দৌড়-ঝাপ লবিং করছে সাবেক শীর্ষ পর্যায়েও নেতাদের কাছে। তবে পুরান ঢাকার স্থায়ী বাসিন্ধা অনেকেই মনে করছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের শীর্ষ পদে আদি ঢাকাইয়া কেউ থাকলে ঢাকার ছেলেমেয়েদের সাথে কাজ করা সহজ হবে। আওয়ামী লীগের জন্য কাজ করতে ঢাকাবাসীরা সহযে এগিয়ে আসবে বলেও মনে করেন তারা।

রাজধানী ঢাকার বংশাল এলাকার স্থায়ী বাসিন্ধা আওয়াল মিয়া বলেন,“ছাত্রলীগ বাংলাদেশ গড়তে সব সময়ই কাজ করে আসছে। যুগ যুগ ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে। এমন একটি ছাত্র সংগঠনে আদি ঢাকার কেউ না থাকাটা আপত্তিকর। ঢাকার ছেলেরা কি ছাত্রলীগ করে না? তাহলে কেন ঢাকার বাইরের ছেলেরা প্রতি বছরই ঢাকা দক্ষিনের নেতৃত্বে আসে।আমরা চাই আদি ঢাকাইয়া কেউ নেতৃত্বে আসুক।”

একই সুরে কথা বলেছেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। তিনি বলেন,“ছাত্রলীগ বাংলাদেশের পুরাতন রাজনৈতিক ছাত্র সংগঠন। এটি ভারত বিভক্তিক্রমে পূর্ব পাকিস্তানের উদ্ভবের কিছু পর গঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে পুরান ঢাকার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। স্বার্থরক্ষার্থে প্রত্যেকটি আন্দোলনে ঢাকার ছাত্রলীগকর্মীরা ভূমিকা রেখেছে।তাহলে কেন পুরান ঢাকার ছেলেরা দক্ষিনের নেতৃত্বে আসবে না। আমিও চাই এবার পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা অথবা আদি ঢাকাইয়া কেউ ছাত্রলীগের নেতৃত্বে আসুক।”

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি পদে লড়ছেন বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন, বর্তমান কমিটির সহ-সভাপতি এইচ. এম মাসুম,নজরুল ইসলাম অর্ণব এবং গোলাম রব্বানী রাজবী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ সৌরভ, সাংগঠনিক সম্পাদক এম. সাইফুল ইসলাম সাইফ, উপ সম্পাদক রিয়াদ খন্দকার,সদস্য বাবলু।

এছাড়া আরও আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসিন হল ছাত্রলীগের সাবেক সহসম্পাদক চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন মুন্না,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার,মতিঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান,কদমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মারুফ,সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি আশরাফুল হাসান লিনাজ,লালবাগের ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন অপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা মহানগর দক্ষিন ছাত্রলীগ চৌধুরী সুকান্ত।

বিডি২৪লাইভ/এসআই/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: