শাখা বরাক নদী দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৮, ০৯:২২ পিএম

‘‘বাঁচতে চাও যদি রক্ষা করো নদী’’ এ স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাখা বরাক নদী দখল ও দূষণ মুক্ত করার দাবিতে নাগরিক বন্ধন পালন করা হয়েছে ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এ নাগরিক বন্ধন এর আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) হবিগঞ্জ জেলা শাখা,সুরমা রিভার ওয়াটারকিপার, খোয়াই রিভার ওয়াটারকিপার।

উজ্জল দাশের সঞ্চালনায় ও দেশ পরিবেশ আন্দোলন(বাপা) হবিগঞ্জ জেলা শাখা সহ সভাপতি তাহমিনা বেগম গিনি এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) হবিগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সভাপতি আশরাফুল কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খাঁন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডা: শাহ আবুল খায়ের, বেনু চক্রবর্তী, ডা: তাপস আচার্য্য, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, এড. রাজিব কুমার দে তাপস, প্রনব দেব, চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন, সাইফুর রহমান খাঁন, ইকবাল আহমেদ বেলাল, ওহি দেওয়ান চৌধুরী, কা ন বনিক, নীলকন্ঠ দাশ সামন্ত(নন্টি), দিপংকর ভট্টাচার্য দেবুল, আনন্দ নিকেতন এর সভাপতি জিবেশ গোপ, সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান, মাজারুল ইসলাম তারেক, শাহ তারেক আমিন, সুকান্ত দাশ, যুব দাশ, দবিরুল ইসলাম দবির, হিমাদ্রী দাশ, রাজন দাশ।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: