বিরাট-আনুশকাকে রাজকীয় আমন্ত্রণ 

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৮, ০৮:২৬ এএম

বিশ্ব ক্রিকেটের বর্তমান সময়ের সবচেয়ে বড় আইকন বলা হয়ে থাকে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন বিরাট কোহলিকে। ক্রিকেটের পণ্যও তিনি। ক্রীড়া অঙ্গনের বাইরেও বিরাট এর রয়েছে অন্য রকম স্বচ্ছন্দ বিচরণ। বিরাট-ম্যাজিক এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। যেমন ধরুন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কথায় বলা যাক।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখেরা দ্বীপরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, বিরাট-আনুশকা দম্পতিকে। না, কোনো ক্রিকেট খেলা উপলক্ষে নয়। বরং ভারত অধিনায়কের কাছে ঘুরতে যাওয়ার জন্যই নিমন্ত্রণ পাঠিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী।

এ বছরের শুরুর দিকে অর্থাৎ চলতি বছরের জানুয়ারিতে ইতালিতে জাঁকজমক পূর্ণভাবে বিয়ের কাজটি সারেন ক্রিকেট ও বলিউড জগতের এই দুই তারকা। বিয়ে পর্ব শেষে দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড ঘুরে এসেছেন ক্রিকেট ও বলিউড দুনিয়ার সেলিব্রিটি দম্পতি।

এ নিয়ে অনেকেই মনে করছেন, শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী নিজ দেশের পর্যটনের আকর্ষণ বাড়ানোর জন্যই হয়তো বিরাট-আনুশকাকে দম্পতিকে একসঙ্গে দাওয়াত দিয়েছেন।

তবে মন্ত্রী জানান, বিরাট-আনুশকা বিয়ে করার পর একবারও শ্রীলঙ্কায় আসেননি। তার কথা মতে, শ্রীলঙ্কার মানুষ নবদম্পতিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ‘নিদাহাস ট্রফি’ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হলেও ওই সিরিজে খেলেননি বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই সিরিজে কার্যত দ্বিতীয় সারির দল পাঠিয়ে ছিল শ্রীলঙ্কাতে। সেখানে বিরাট কোহলি, ধোনির মতো একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: