রাঙ্গাবালীতে সিপিপি সদস্যদের সরঞ্জাম প্রদান 

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৮, ০৪:৩৩ পিএম

বনি আমিন, 
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে দুর্যোগকালীন সময় দায়িত্ব পালন করতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবী সদস্যদের মধ্যে বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়েছে। 

বুধবার (২৫ এপ্রিল) সকালে ওই ইউনিয়নের এডিএমডি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সরঞ্জাম প্রদান করা হয়। এসময়  ১৩টি ইউনিটের ১৯৫ জন সদস্যদের হাতে লাইফ জ্যাকেট, হেলমেট ও রেইনকোর্টসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। 
    
ওই ইউনিয়নের সিপিপি টিম লিডার মাহমুদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান, গলাচিপা সিপিপির ডিডি মাহতাব উল বারি ও ফকিজ হাওলাদার প্রমুখ। 

 বিডি২৪লাইভ/এমকে
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: