হঠাৎ ঝড়ো হাওয়া-বৃষ্টিতে লণ্ডভণ্ড ঢাকা!

প্রকাশিত: ১০ মে ২০১৮, ১১:৫১ এএম

হঠাৎ করে মেঘ, বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড রাজধানী ঢাকা। সকাল সাড়ে ১০টার দিক থেকে মেঘে ঢাকতে শুরু করে ঢাকার আকাশ। মুহূর্তে সেই মেঘ পরিণত হয় কালো বজ্রমেঘে। দিনেই রাতের মতো কালো আঁধার নেমে আসে। সাথে ঝড়ো হাওয়া।

বৃহস্পতিবার (১০ মে) সোয়া ১১টার দিকে কালো আকাশ ভেঙে নামে বৃষ্টি। সঙ্গে শুরু হয়ে ঝড়ো হাওয়া। ঝড়ো হাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার গাছ ভেঙ্গে পড়েছে রাস্তায়। কোথাও কোথাও রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

&dquote;&dquote;এদিকে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টির কবলে পড়া মানুষদের ছাতা উল্টিয়ে ফেলতে দেখা গেছে রাজধানীর শ্যামলীতে। এদিকে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: