মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বাসায় পুলিশের তল্লাশি

প্রকাশিত: ১৭ মে ২০১৮, ০৯:৫৮ এএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। স্থানীয় সময় বুধবার (১৬ মে) রাতে তার বাড়ির সামনে বেশ কিছু পুলিশের গাড়ি দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

বিবিসি জানায়, নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে তার কাগজপত্র খুঁজতেই এ অভিযান চালানো হয়েছে।

এলাকার একটি মসজিদ থেকে নামাজ আদায় করে নাজিব বাসায় ফেরার পরপরই পুলিশ তার বাড়িতে হানা দেয়।

পুলিশের পক্ষ থেকেই তল্লাশির সত্যতা নিশ্চিত করা হয়েছে। ৬ ঘণ্টার অভিযানে নাজিবের বাসা থেকে তার হ্যান্ডব্যাগ ও বেশকিছু ব্যক্তিগত জিনিস নিয়ে যায় পুলিশ।

সদ্য সাবেক হওয়া এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনের পর সপ্তাহব্যাপী ছুটি কাটাতে শনিবার স্ত্রীকে নিয়ে দেশের বাইরে ভ্রমণের কথা ছিল তার।

নাজিবের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ২০১৫ সালে ৭০ কোটি মার্কিন ডলার সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। নির্বাচনে পরাজয়ের পরপরই নাজিব রাজাকের স্বজনদের বাসায়ও তল্লাশি চালায় পুলিশ।

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: