মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করায় শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ১৮ মে ২০১৮, ১১:০৯ এএম

মনিরুল ইসলাম সিদ্দিকী
মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর থানার পানিঘাটা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আলাউদ্দীন (৩০) কে মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করার অপরাধে মহম্মদপুর থানার পুলিশ গ্রেফতার করে গতকাল মাগুরা আদালতে সোপর্দ করেছে। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ধৃত শিক্ষক হাফেজ আলাউদ্দীনের বাড়ী মহম্মদপুর থানার চাপড়া গ্রামে। সে পানিঘাটা হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষক পদে চাকুরী করতো। রাতের বেলায় মাদ্রাসার কোন কোন ছাত্রকে ডেকে তুলে তার কক্ষে নিয়ে বলাৎকার করতো। 

তিনজন ছাত্র এ অভিযোগ উত্থাপন করলে বিষয়টি অভিভাবক মহলে জানাজানি হয়ে যায়। কয়েকজন অবিভাবক এ বিষয়ে  ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ করলে তদন্তে ঘটনার সত্যতা প্রমানিত হয়। এলাকায় উত্তেজনা শুরু হয়। অবশেষে মাদ্রাসা ম্যানেজিং কমিটি ঐ শিক্ষক হাফেজ আলাউদ্দীন কে পুলিশের কাছে সোপর্দ করে। 

এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। ধৃত আলাউদ্দীন পুলিশের কাছে তার কৃতকর্মের কথা স্বীকার করেছে। পুলিশ গতকাল তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: