খালেদা জিয়ার ৬ মামলায় জামিন আবেদনের প্রস্তুতি

প্রকাশিত: ২০ মে ২০১৮, ১০:৪১ এএম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারাধীন ছয় মামলায় একসঙ্গে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার নওশাদ জমির এসব মামলায় জামিন আবেদন তৈরি করছেন এ-সংক্রান্ত প্রস্তুতি শেষ হলে চলতি সপ্তাহেই তা দাখিল করা হতে পারে বলেও জানা গেছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৩টি, ঢাকায় ২টি ও নড়াইলের ১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। কারামুক্তি পেতে এসব মামলায় তাকে জামিন নিতে হবে।

গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে গ্রেফতার করে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন কারাগারে আছেন।


বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: