বিএনপির ফাঁদে পড়বে না আ'লীগ

প্রকাশিত: ২০ মে ২০১৮, ০২:২২ পিএম

বিএনপি অংশ না নিলেও নির্বাচনে অংশগ্রহণকারী দলের সঙ্কট হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট গঠনের ফাঁদ তৈরি করেছে বিএনপি। এবার আর সে ফাঁদে পড়বে না আওয়ামী লীগ। বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২০ মে) প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী যুবলীগের এক আলোচনায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বিএনপি না এলেও গণতন্ত্র অব্যাহত থাকবে। নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকবে না।  তিনি বলেন, খুলনা নির্বাচন থেকে শিক্ষা নিন। বিএনপি স্বাধীন নির্বাচন কমিশন চায়না। তারা না জিতলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করবে, এটাই স্বাভাবিক।

খুলনা নির্বাচনে দুই তিনটা অনিয়ম হয়েছে স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, এই দুই একটা অভিযোগে গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি।

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: