খুলনা নির্বাচনের অনিয়ম তদন্তে যাচ্ছে ইসি

প্রকাশিত: ২০ মে ২০১৮, ০৮:১০ পিএম

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের অনিয়মের অভিযোগগুলো তদন্ত করতে নির্বাচন কমিশনের কমিটি সোমবার খুলনায় যাচ্ছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে নির্বাচন কমিশন একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ২৭ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খান মিজানুর রহমানের নেতৃত্বে কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- উপসচিব ফরহাদ আহমেদ ও সিনিয়র সহকারী সচিব শাহ আলম।

অনিয়মের অভিযোগ থাকা কেন্দ্র তিনটি হচ্ছে- সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয় এবং লবণচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কেন্দ্র। এসব কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোর করে সিল মারার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘এই তিন কেন্দ্রে কারা এবং কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: