নরসিংদীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত 

প্রকাশিত: ২১ মে ২০১৮, ১১:৪৬ এএম

নরসিংদীর ঘোড়াশালে র‌্যাবের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী ইমান আলী (৩৪) নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাব-১১ এর দুই সদস্য আহত হয়। সোমবার (২১ মে) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুর পাশের একটি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। 

র‌্যাব সদস্যরা- এ সময় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে। 

নিহত ইমান আলী নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকার মিলন মিয়ার ছেলে।

র‌্যাব-১১ এর এএসপি মো: আলেপ উদ্দিন পিপিএম বিডি২৪লাইভকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান উদ্ধার করতে গেলে কতিপয় মাদক ব্যবসায়ী র‌্যাব সদস্যদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে দীর্ঘ গোলাগুলিতে র‌্যাব-১১ এর এএসআই নির্মল ও কন্সটেবল বাশার আহত হয়। এতে নরসিংদীর শীর্ষ মাদক ব্যবসায়ী ইমান আলী নিহত হয়। এ ঘটনায় আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: