ওয়াশিকুর হত্যায় আটকদের সাথে জেএমবির সংশ্লিষ্টতা রয়েছে: পুলিশ
ঢাকা: ব্লগার ওয়াশিকুর রহমান হত্যাকান্ডের ঘটনায় আটক দুই তরুণের মধ্যে একজনের নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে সেই দুই তরুণকে আদালতে হাজির করে আট দিনের রিম্যান্ডে নিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, এই দুই তরুণের মধ্যে একজন এর আগে নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী জেএমবির সাথে সংশ্লিষ্টতার জন্য আটক হয়েছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী গত রাত থেকে বেশ কয়েকটি জায়গায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে। তবে কোথায় কোথায় এবং অভিযানে কি পাওয়া গেছে, তা জানা যায়নি।
ওদিকে, চট্টগ্রাম ও ঢাকার যে দুটো মাদ্রাসায় ঐ দুই তরুণ পড়াশুনা করে, তাদের একটির কর্তৃপক্ষ কোনো কথা বলেনি। তবে রাজধানীর মীরপুরের মাদ্রাসার কর্তৃপক্ষ জানিয়েছেন, গোয়েন্দা পুলিশ এসে এক ছাত্রের বিভিন্ন তথ্য নিয়ে গেছে।
এদিকে, ব্লগার ওয়াশিকুর রহমানের মৃতদেহের ময়নাতদন্তের পর মঙ্গলবার লক্ষীপুর জেলায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
ওয়াশিকুর রহমানকে হত্যার ঘটনায় স্থানীয় লোকজন মাদ্রাসার দু’জন ছাত্রকে হাতেনাতে ধরেছিল।
তাদেরকে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলো। আদালত তাদের প্রত্যেকের আটদিন করে রিমান্ড মঞ্জুর করেছে।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাসুদুর রহমান বলেছেন, গ্রেফতার থাকা দু’জনের মধ্যে জিকুরুল্লাহ নামের তরুণ এরআগে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক হয়েছিল।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী জিকুরুল্লাহ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র। কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফী এবং জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসারও নেতৃত্বে রয়েছেন।
লেখক অভিজ্যিৎ রায়কে হত্যার ঘটনার এক মাসের মাথায় ওয়াশিকুর রহমানকে হত্যার ঘটনা, দু’টি হত্যাকান্ডেরই ধরণ এক। এর আগেও ব্লগার আহমেদ রাজিব হায়দারকে হত্যা এবং আসিফ মহিউদ্দিন ও লেখক হুমায়ুন আজাদের ওপর আক্রমণের ঘটনাগুলোর সাথে সর্বশেষ ঘটনার মিল খোঁজার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ।
ঢাকার তেজগাঁ অঞ্চলের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, শুধু সরাসরি জড়িতদের ব্যাপারে নয়, এর পিছনের শক্তিকেও খুঁজে বের করার প্রশ্নে জোর দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রেফতার থাকা দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম পাওয়া গেছে। পিছনের গোষ্ঠী সম্পর্কেও এবার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: