আজকের রাশিফল (সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫)

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী:
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। ২১ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৩, ১২, ২১, ৩০। আপনার শুভ বর্ণ: সবুজ ও হলুদ। শুভ গ্রহ ও বার : বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পান্না ও পোখরাজ।
আজ যারা জন্মেছেন: কথাশিল্পী এইচ জি ওয়েলস, কাজী আফসারউদ্দীন আহমেদ, বিজ্ঞানী ডোনাল্ড গ্লেসার, নির্গো সাহিত্যিক এডওয়ার্ড গ্লিজেন্ট প্রমুখ।
চন্দ্রাবস্থান: আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। ৮মী রাত ৯:২৬ পর্যন্ত পরে, ৯মী তিথি চলবে।
শুভ সময়: সব রাশির জন্য সকাল-১০:৫০-১২:১৫, বিকাল:৩:৪৫-৫:২৫, রাত-৭:০০-৯:২০ পর্যন্ত।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কথা বেশী না বলে কাজে মন দিন। আজ ভাগ্য আপনার সহায়। যে কাজে হাত দেবেন তাতেই সফল হবেন। উচ্চ শিক্ষার্থীদের বিদেশে স্কলারশিপ প্রাপ্তির যোগ দেখা যায়। আজ কোন ভালো ঘটনা ঘটতে পারে। কারো সহায়তায় হঠাৎ ভাগ্যউন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবার কথা। ভালো কোনো বৈদেশীক চুক্তি করতে পারেন। বিদেশ ভ্রমনের সুযোগ রয়েছে।
বৃষ রাশি ( ২১ এপ্রিল-২০ মে): অনাকাঙ্খিত পরিস্থিতির শিকাড় হতে পারেন। যাত্রাপথে কাউকে যেচে উপকার করতে যাবেন না। পুলিশি হয়রানী বা দূর্ঘটনার শিকাড় হয়ে পড়বেন। আজ ব্যাংকারদের ঋণ পাশ হতে পারে। পুলিশ বিভাগে কর্মরতদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। আপনার কাঙ্খিত কোনো কাজ মাঝ পথেই আটকে যেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন): আজ স্বামী-স্ত্রীর মধ্যে কোনো প্রকার দ্বন্দ সংঘাত হতে পারে। ব্যবসা বানিজ্যে ভালো আয় হবার কথা থাকলেও কারো দ্বারা প্রতারিত হবেন। সতর্ক থাকুন। ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো লাভ আশা করা যায়। অংশীদারী ব্যবসায় কোনো নতুন সুযোগ পেয়ে যাবেন। এ সময় নতুন কোনো চুক্তি করার সময় সাবধান থাকবেন।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): আজ চাকরীজীবীরা কোনো ঝামেলায় পড়তে পারেন। কাজ কর্মে প্রবল বাধা বিপত্তি দেখা দেবে। আপনার কর্মস্থলে অধিনস্ত কর্মচারীদের কারনে আপনাকে অপমানিত হতে হবে। আজ শরীর স্বাস্থ্যর প্রতি বিশেষ নজর দিন। আপনার সামগ্রিক অবস্থা মোটেও অনুকূল নয়। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। রাগ জেদ কমাতে পারলে লাভবান হবেন।
সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। আপনার মেধা ও দক্ষতা দিয়ে কোনো কাজের সমাধান করতে পারেন। আজ চাকরীজীবীরা প্রশংসিত হবেন। আপনার দৈনিক কাজ কর্মে সাফল্য লাভ। প্রেম ও রোমান্সে কোনো ভুল বুঝাবুঝির আশঙ্কা রয়েছে। আজ সাহিত্যিক ও কলামিষ্টরা ভালো ফল পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর): আজ গৃহ সংস্কারের কাজে কোন ঝামেলা দেখা দিতে পারে। কোনো আত্মীয়র প্রচেষ্টায় ঝামেলা কাটিয়ে উঠবেন। মায়ের সহযোগীতায় কোনো আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। আজ যানবাহন লাভের যোগ প্রবল। প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়াতে চাকরীজীবীরা লাভবান হবেন। রিয়েলএস্টেট ব্যবসায় বেচাকেনা হবার যোগ রয়েছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): আজ গৃহে ছোট ভাই-বোনের আগমন হতে পারে। বৈদেশিক ব্যবসা বানিজ্যে ভালো কোনো সংবাদ লাভের সম্ভাবনা। আজ মিডিয়া কর্মী ও সাংবাদিকদের কাছে চাঞ্চল্যকর কোনো সংবাদ আসতে পারে। সাহসিকতার পুরস্কার পাবেন। প্রতিবেশী ও বাল্য বন্ধুর দ্বারা কোনো ক্ষতির হাত থেকে বেচে যেতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর-২০ নভেম্বর): আজ আপনার বকেয়া টাকা আদায়ের প্রচেষ্টা জোরদার করুন। খুচরা ব্যবসায় ভালো লাভ হবে ,ফলে আপনার সঞ্চয়ের সুযোগ আসতে পারে। আজ গৃহিনীদের অলঙ্কার ক্রয় শুভ। বিকালে বাহিরে কেনাকাটা করতে যেতে পারেন। খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো লাভ হবার সম্ভাবনা রয়েছে। গৃহে অতিথি সমাগম হবার সম্ভাবনা।
ধনু রাশি (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কাজ কর্মে সাফল্য লাভ করবেন। চাকরীজীবীদের আজ প্রমোশন হবার সুযোগ রয়েছে। ব্যবসা বানিজ্যে নতুন কোনো সুযোগ পেয়ে যাবেন। আজ আপনি দুরে কোথাও যেতে পারেন। দাম্পত্য সুখশান্তি বৃদ্ধি পাবে। আজ জীবনসাথীকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারী): বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। ব্যয় বৃদ্ধি পাবে। অহেতুক ব্যয় হবার আশঙ্কা রয়েছে। অপব্যয় কমাতে পারলে আপনার ঋণ করতে হবে না। বৈদেশিক বাণিজ্যর সাথে জড়িতদের আজ ভালো কিছু লাভ হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আজ ভালো লাভ করতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী-১৮ ফেব্রুয়ারী): আজ বাড়িতে বড় বোনের বিয়ের কথাবার্তা চলতে পারে। ব্যবসায় পাওনা টাকা আদায় হতে পারে। ঠিকাদারদের বকেয়া বিল আদায়ের জন্য কোনো প্রভাবশালী বন্ধুর সাহায্য লাগতে পারে। আপনার বকেয়া বেতন আজ আদায় হবার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হওয়াতে আর্থিক সংকট কমে যাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী-২০ মার্চ): আজ সরকারী চাকরী লাভের প্রচেষ্টা ফলপ্রসু হতে পারে। চাকরীজীবীরা ভালো কোনো সুযোগ পেয়ে যাবেন। আজ বেসররকারী চাকরীতে পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। রাজনীতিবিদদের আজ দিনটি ভালো যাবে। গনসংযোগে ভালো করবেন। বাবার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: