‘নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন’

ইলিয়াছ রিপন,
মিরসরাই প্রতিনিধি:
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে আওয়ামী লীগ সরকার।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এমন একটি দেশ চেয়েছিল যে দেশে ক্ষুধা, দরিদ্রতা থাকবে না, স্বাধীন, সার্বভৌমত্ব রাষ্ট্র গড়ার লক্ষ্যে একটি সংবিধান উপহার দেন তিনি। নৌকায় ভোট দিলেই এদেশের জনগনের ভাগ্যের উন্নয়ন ঘটে। ’
আজ শুক্রবার বিকেলে মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এস এম আবু সুফিয়ান।
মন্ত্রী মোশাররফ হোসেন, ‘এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের আওয়ামী লীগ সরকার কাজ করেছে। ইছাখালীতে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে বলে প্রতিবারই নৌকা মার্কার জয় হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহম্মদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, যুগ্ন সম্পাদক নুরুল মোস্তফা, যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক, ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজ, সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির খোকন,প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি এস এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রতন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: