মতিঝিল মডেলে হিজাব পড়লে টিসি!

কোথায় যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা? যেখানে এখন কাপড় পরিধানেও কোন গনতন্ত্র নেই। মেয়েরা এখন হিজাব পরিধান করে স্কুল-কলেজে যেতে পারবে না।
মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বস্ত একটি সুত্র হতে জানা যায়, কেউ হিজাব করলে তাকে টিসি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও কিছু টিচার মডেলে ঢোকা এবং বের হবার সময় গার্ড দেন যাতে কেউ হিজাব পরে ঢুকতে বা বের হতে না পারে।
এমনকি মেয়েদের মাথা থেকে ওড়না টেনে নামিয়ে দেয়ার ঘটনাও ঘটছে প্রতিদিন। কারো ছোটবোন মডেলে থাকলে তার কাছ থেকেই বিষয়টির ভয়াবহতা জানতে পারবেন।
গভর্নিং বডির সভাপতি গত ১৪ তারিখ কলেজের কিছু রুমে ঢুকে মেয়েদের ব্যান্ডেজ বাধতে (হিজাব পড়তে) নিষেধ করেন। একটি মেয়েকে হিজাব খুলতে বাধ্য করা হয় এবং হিজাব খোলার পর মেয়েটিকে ভালো লাগছে বলেও অভিমত ব্যাক্ত করেন।
তিনি বলেন, "হিজাব খুললে তো ভালোই লাগে! " এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে মহিলা টিচারদের কেউ হিজাব পরলে তাদেরকে ক্লাসরুমে ঢুকতে দেয়া হচ্ছে না। এ ঘটনা প্রায় এক সপ্তাহ ধরে ঘটছে। আওলাদ হোসেনের বিরুদ্ধে সবাই ক্ষেপে থাকলেও কেউ কিছু বলার সাহস পাচ্ছে না।
এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, ফোন বন্ধ পাওয়া যায়। তবে কলেজের একাধিক ছাত্র-ছাত্রীর সাথে কথা বলে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: