ঢাকা জুড়ে শান্তির বৃষ্টি!

প্রকাশিত: ০২ মে ২০১৬, ০১:১৫ এএম

ঢাকা: পুরো এপ্রিল জুড়ে তপ্ত হাওয়া আর গরমে নি:শ্বাস ফেলা যেন দায় হয়ে উঠেছিল। পহেলা মে সন্ধ্যায় কালোবৈশাখীর সেই তপ্ত হাওয়াকে কোথায় যেন উড়িয়ে নিয়ে যাওয়ার পর মেগ গর্জন করে নামল বৃষ্টি। আহা! এই বৃষ্টির জন্যে কতদিন যেন অপেক্ষা করে আছে নগরের বাসিন্দারা।

আবহাওয়া অফিস আগেই আভাস দিয়েছিল বৃষ্টি হবে। দিন যায়। বৃষ্টি হয় না। মানুষের হাঁফ ছেড়ে বেঁচে ওঠা শেষ পর্যন্ত সম্ভব হল গুমোট আবহাওয়াকে তাড়িয়ে নিয়ে বৃষ্টি নেমে আসায়। সেই সঙ্গে দমকা হাওয়া যেন উড়িয়ে নিয়ে গেল সমস্ত অস্বস্তি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: