গাজীপুরে স্টিল মিলের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২০ জুন ২০১৭, ০১:০৯ এএম

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় সোমবার রাতে একটি স্টিল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আখতারুজ্জামান জানান, রাত পৌণে ৯টার দিকে সালনা বাজারের পাশে প্রীতি গ্রুপের একটি স্টিল মিলে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় রাত পৌণে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানার একতলা শেডে আগুনে রং ও রাসায়নিকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এখানে রঙ্গিন ঢেউ টিন তৈরি হয়। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান ও অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: