বন্যাকবলিত মানুষের ঈদ কাটাতে হবে আশ্রয় কেন্দ্রে

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৭, ১০:৩০ এএম

দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। আর মাত্র কয়েকদিন পরই ঈদুল আজাহা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। গত বছরের ঈদুল আযহার নামাজ যারা ঈদগাহ বা সড়কের উপর পড়েছিলেন। এবার তারা নিজেরাই জানেন না কোথায় তাদের ঈদের নামাজ পড়া হবে।

&dquote;&dquote;

মাত্র কয়েকদিন পরই ঈদুল আজাহা অথচ এখনও বন্যাকবলিত মানুষগুলো দিন কাটাচ্ছে আশ্রয় কেন্দ্রে।আশ্রয় কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে আশ্রিতরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। সরকারিভাবে গঠিত মেডিক্যাল বানভাসিকে চিকিৎসা দিচ্ছে। কিন্তু তারপরও পানি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। দেখা দিচ্ছে নানান রকম রোগ।

আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন অনেকে জানান, তাদের ত্রাণের দরকার নেই। দ্রুত পানি নিষ্কাশন করার ব্যবস্থা নেওয়া হোক। বিভিন্ন সড়কের পাশে যারা বসবাস করছেন তাদের অনেকেই পলিথিনের অভাবে বৃষ্টিতে ভিজে টং ঘরে থাকছেন।


&dquote;&dquote;


এদিকে প্লাবিত এলাকায় মানুষের খাদ্য জুটলেও গো-খাদ্যাভাব চরম আকার ধারণ করেছে। অনেকে এখনো ভিটা আঁকড়ে পড়ে আছেন শুধু গবাদিপশুর মায়ায়।

 

বিডি২৪লাইভ/এইচকে/এমআর

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: