পানির ট্যাংকে মিলল ২ শ্রমিকের লাশ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৮:২০ পিএম

এম শরীফ আহমেদ,
ভোলা থেকে:

ভোলার চরফ্যাশনে নির্মানাধীন হারুন মাষ্টার ওরফে বালু হারুনের বিল্ডিংয়ের পানির ট্যাংক থেকে নির্গত বিষাক্ত গ্যাসে ২ জন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা পানির ট্যাংক থেকে ২ জন শ্রমিককে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পৌরসভা ৫নং ওয়ার্ডে মাওলানা ভাসানী (হাসপাতাল) সড়কে নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডার গ্রাউন্ডে পানির ট্যাংকের মধ্যে সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্তগ্যাসে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- জিন্নাগড় ৯নং ওযার্ডের আঃ মন্নান মেস্তুরীর ছেলে ইউসুফ (৩০),৭নং ওয়ার্ডের ভালু মুন্সীর ছেলে আব্বাস (৩৫)।

বহুতল ভবনের প্রহরী মোতালেব জানান, ট্যাংকের ৩/৪ ফুট পানি দীর্ঘদিন বন্ধ ছিল। সেন্টার খুলতে বাঁশ দিয়ে ট্যাংকের মধ্যে নেমে একহাটু পানির মধ্যে তাদেরকে পরে থাকতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস লিডার আঃ রশিদ, ফায়ারম্যান টিপু বলেন, এই ট্যাংকে পর্যাপ্ত গ্যাস থাকায় বাহির থেকে রশি দিয়ে আটকিয়ে ২ শ্রমিককে উদ্ধার করতে স্বক্ষম হয়েছি।

চরফ্যাশন থানার ওসি মু. এনামুল হক জানান, ট্যাংকে ভিতরে দীর্ঘদিনের বিষক্রিয়ায় অবস্থা নিচে নামায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। ঘটনাটি  খুবই মর্মান্তিক।

    

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: