ঢাবি’র ভর্তি পরীক্ষায় জালিয়াতি: আটক ৭

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৭, ০১:০৫ পিএম

দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে লেখাপড়ার করার ইচ্ছা থাকে প্রায় সকল শিক্ষার্থীর। এই ধারাবাহিকতায় শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডিজিটাল ডিভাইসসহ ৭ জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হবার পর বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এক হাজার ৬১০টি আসনের বিপরীতে আজকের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৯৮ হাজার ৫৪ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়াইকরতে হবে ১৬ জন শিক্ষার্থীর।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ৩৩টি স্কুল, কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: