আঞ্চলিক শান্তির জন্য গোপনে ইসরায়েলে সৌদি যুবরাজ!

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৭, ০৫:০১ পিএম

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য সম্প্রতি গোপনে ইসরায়েল সফর করেছেন সৌদি আরবের যুবরাজ আমির মোহাম্মদ বিন সালমান। সে সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করেন তিন। সোমবার (২৩ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।  

এতে বলা হয়, ইসরায়েলের রেডিও চ্যানেল ‘হিব্রু’ জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর সৌদি রাজপরিবারের এক শীর্ষস্থানীয় ব্যক্তি গোপনে রাজধানী তেলআবিব ভ্রমণে যান। সেখানে তিনি আঞ্চলিক শান্তির বিষয়ে আলোচনা করেন। ওই শীর্ষস্থানীয় ব্যক্তি যে সৌদি যুবরাজ, তা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান। 

বিডি২৪লাইভ/এস এ  
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: