তামিমের ঝড়ো ব্যাটিংয়ে মিলল ৪৬ লাখ টাকার ঘড়ি!

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৫ এএম

ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লিগ। চার দিনের এ লিগে সেঞ্চুরি করতে পারলেই ক্রিকেটারদের জন্য থাকছে দুবাইয়ে একটি বিলাসবহুল স্টুডিও অ্যাপার্টমেন্ট। যা আরব আমিরাতের মুদ্রায় আনুমানিক ৫০০০০০ দিরহাম। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ১২ লাখ ৮৭ হাজার টাকা। আর হাফ সেঞ্চুরি করলেই খেলোয়াররা পাচ্ছেন হুবোন্ট ব্যান্ডের রোলেক্স ঘড়ি। যার মূল্য ৪.৬ মিলিয়ন। বাংলাদেশি টাকার ৪৬ লাখ টাকা।

নতুন এই ফরম্যাটে পাখতুন’র হয়ে প্রথম অর্ধশতক রান করেছেন তামিম ইকবাল। নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন তামিম। এই ম্যাচে সেরা ব্যাটসম্যান, সেরা বাউন্ডারি এবং ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তামিম।

টিম শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিং নেন পাখতুনস অধিনায়ক আফ্রিদি। ম্যাচে ২৭ বলে ৫৬ রান করে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন তামিম। আর এই হাফসেঞ্চুরি করেই জিতে নিলেন আকর্ষনীয় রোলেক্স ঘড়ি।

প্রথমে ব্যাট করতে নেমে তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে পাখতুনস। ১১২ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পরলেও দুর্দান্ত ব্যাটিং ঝড় শুরু করেছিলেন হাসারাঙ্গা কিন্তু তিনি ১২ বলে ৩১ রান করে ফিরেন। এরপরে আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এতেই ২৭ রানের বিশাল জয় পায় তামিমের পাখতুনস।

উল্লেখ্য, ক্রিকেটের নতুন সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন লিগের পর্দা উঠছে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)। ছয় দল নিয়ে চারদিন এ আয়োজন শেষ হবে ১৭ ডিসেম্বর। ক্রিকেটের নতুন এ সংস্করণে ক্রিকেট মাঠ মাতাতে দুবাইতে রয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: