ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৮, ১০:২৯ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জাভা শহরে ভূমিকম্পে কমপক্ষে আট জন আহত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পটি কেন্দ্রস্থল ছিল জাভা দ্বীপের সুকাবুমি থেকে ১০৪ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ৪৪ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুটোপো পুরউ নুগরোহ এক বিবৃতিতে জানান, ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতি আরও বলা হয়, ভূমিকম্পে একটি বিদ্যালয়ের দেওয়াল ধসে আট শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ছয়জনের অবস্থা গুরুতর।

 

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: