যেভাবে মশার কামড় থেকে বাঁচবেন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৩ পিএম

মশার কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো মারাত্মক রোগ বিশ্ব থেকে দূর করা যায়নি। এ রকম রোগে আক্রান্ত অনেকের মৃত্যু পর্যন্ত।

তাই মশার বংশবৃদ্ধি মোকাবিলা করে তার প্রকোপ কিছুটা কমানো যায়।

চলুন জেনে নেই মশা ও পোকামাকড় থেকে দূরে থাকার কিছু উপায়-

&dquote;&dquote;

১. মিষ্টি জাতীয় খাবার দূরে রাখুন

যে কোনো ‘মিষ্টি’ খাবার বিভিন্ন পোকামকড়কে কাছে টানে৷ এদের মধ্যে অন্যতম মৌমাছি৷ তাই খাবার টেবিল থেকে মৌমাছি সহ অন্যান্য পোকাকে দূরে রাখতে এক গ্লাস মিষ্টি কোকাকোলা বা মিষ্টি পানীয় দূরে কোথাও রেখে দিন৷ এরপর পোকামাকড়ের অত্যাচার ছাড়াই নিশ্চিন্তে খেতে পারবেন৷

&dquote;&dquote;

২. একেবারে চুপচাপ, শান্ত থাকুন

মৌমাছি বা ভিমরুল জাতীয় পোকামকড় আপনার কাছাকাছি ঘুরলে বা বিরক্ত করলে একেবারে শান্ত থাকুন৷ কেননা, এই জাতীয় পোকামকড় মারতে গেলে ওরা তখন আক্রমণাত্মক হয়ে ওঠে৷ কাজেই এমনটি করা থেকে সাবধান হন।

&dquote;&dquote;

৩. মশার কালো পোশাক পছন্দ

মশার কালো বা গাঢ় রঙের পোশাক পছন্দ করে৷ এ কারণে যেখানে মশা রয়েছে, তাই সেখানে হালকা রঙের পোশাক পড়ে থাকায় উত্তম। বিশেষ করে রাতের বেলায়৷

&dquote;&dquote;

৪. সুগন্ধী মশাকে কাছে টানে

মানুষের মতোই মশারও প্রিয় সুগন্ধী। এ কারণে পারফিউম, হেয়ার স্প্রে বা সুগন্ধী প্রসাধনী পারত পক্ষে ব্যবহার না করাই ভালো৷

&dquote;&dquote;

৫. দরজা-জানালায় নেট ব্যবহার করুন

মশা ও পোকামাকড় থেকে রক্ষা পেতে দরজা-জানালায় নেট লাগিয়ে নিন৷ বিশেষ করে যেগুলো প্রায়ই খোলা থাকে সেসব দরজা-জানালায় নেট লাগানোই ভালো৷

&dquote;&dquote;

৬. লেবু ও টমেটো গাছ

মশা ও পোকামাকড়ের অত্যাচার দূর করতে চাইলে দরজা বা জানালার কাছে সম্ভব হলে টমেটো গাছ ও লেবু গাছ লাগাতে পারেন। কারণ, এই গাছগুলো পোকামাকড়কে দূরে রাখে৷

&dquote;&dquote;

৭. লবঙ্গ, ল্যাভেন্ডার

লবঙ্গ, ল্যাভেন্ডার বা লেবুযুক্ত তেল গায়ে মাখতে পারেন৷ যদিও এসবের স্থায়ীত্ব বেশিক্ষণ নয়, তারপরও কিছুটা কাজে লাগে৷

&dquote;&dquote;

৮. মশা বা পোকামাকড় কামড় দিলে

মশা, মৌমাছি বা পোকামাকড় যদি কামড় দেয় তাহলে সাথে সাথেই ভেজা কাপড় দিয়ে কামড়ের জায়গাটি মুছে নিয়ে সেখানে আয়োডিন লাগিয়ে নিন৷ সবচেয়ে ভালো হয় যদি একটি পেঁয়াজকে অর্ধেক করে তার একটি অংশ কামড়ের জায়গায় ভালো করে ঘষে দেওয়া যায়৷

&dquote;&dquote;

৯. মুখের ভেতর বা ঠোঁটে কামড়ালে

যদি মশা বা পোকামাকড় মুখের ভেতর কিংবা ঠোঁটে কামড় দেয়, তাহলে তা ভয়ংকর আকার ধারণ করতে পারে৷ এমনকি ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হতে পারে৷ এক্ষেত্রে অবশ্য বিশেষজ্ঞরা বরফ শীতল পানি দিয়ে গার্গল করা এবং এক টুকরো বরফ মুখে পুরে লজেন্সের মতো চোষার পরামর্শও দিয়ে থাকেন।

&dquote;&dquote;

১০. ক্ষতস্থানে চুলকাবেন না!

ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এড়াতে কোনো ভাবেই ক্ষতস্থানে চুলকাবেন না৷ কারণ, শুধুমাত্র চুলকানোর কারণেই হয়ত ক্ষতস্থান আরো ভয়ংকর আকার ধারণ করতে পারে৷

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: